প্রকাশিত: Thu, Jun 15, 2023 8:30 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:25 PM

জামালপুরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নাদিম মারা গেছেন

খাদেমুল বাবুল: নিহত গোলাম রব্বানী নাদিম বাংলানিউজ ২৪ ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি ও ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার সময় ১০-১২ জন সন্ত্রাসী শহরে প্রধান সড়কে গোলাম রব্বানী নাদিমের ওপর উপর্যুপরি হামলা চালায়। এতে গুরুতর আহত হন নাদিম। স্থানীয় সাংবাদিক ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে রাতেই  জামালপুর তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার দ্রুত অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে  বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম  মারা যান। 

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজনরা নাদিমের ওপর এ হামলা চালান। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

অভিযোগ অস্বীকার করে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু দাবি করেন, তার সঙ্গে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের কোনো শত্রুতা নেই। এ হামলায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার জামালপুর প্রেসক্লাবে নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা হয়। এ সভায় তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়।

পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া